.
মানুষ পুড়ে, জ্বলে আগুনে পড়া লাকড়ির মতন!
তবুও কিছু অসভ্য মানুষ এর ওর দোষ খোঁজে
সময় কিছু নষ্ট কিছু ভ্রষ্টের দখলে চলে যায়...
লাশের উপর দাঁড়িয়ে কিছু রাজনীতিক জীব
হরতাল ডেকে চলে, ওরা জানে না নিজেরা
কোন ডালে বসে, করাত চালায় নির্দ্বিধায়!
শাহীনা, ১১০ ঘণ্টা লড়াই করে বেঁচে যখন ছিলে
তুমি মরবে না আর! ১৬ কোটি মানুষের প্রার্থনা
খোদা যদি না শোনে, সে খোদা পাষাণ পাথর!
তুমি ফিরবে, আমরা প্রার্থনা করি, ফিরবে?
তুমি হাজারো মানুষের বেঁচে থাকার প্রেরণা হবে
আমরা সে মুহূর্তের জন্য প্রতীক্ষা করি।
শাহীনা, তুমি এভাবে চলে যেতে পারো না;
তুমি ফিরে এসো, অসহনশীল অসভ্য সমাজে
দেখে যাও, সংগ্রামী, সাহসী মানুষের জন্য,
তবুও কিছু অসভ্য মানুষ এর ওর দোষ খোঁজে
সময় কিছু নষ্ট কিছু ভ্রষ্টের দখলে চলে যায়...
লাশের উপর দাঁড়িয়ে কিছু রাজনীতিক জীব
হরতাল ডেকে চলে, ওরা জানে না নিজেরা
কোন ডালে বসে, করাত চালায় নির্দ্বিধায়!
শাহীনা, ১১০ ঘণ্টা লড়াই করে বেঁচে যখন ছিলে
তুমি মরবে না আর! ১৬ কোটি মানুষের প্রার্থনা
খোদা যদি না শোনে, সে খোদা পাষাণ পাথর!
তুমি ফিরবে, আমরা প্রার্থনা করি, ফিরবে?
তুমি হাজারো মানুষের বেঁচে থাকার প্রেরণা হবে
আমরা সে মুহূর্তের জন্য প্রতীক্ষা করি।
শাহীনা, তুমি এভাবে চলে যেতে পারো না;
তুমি ফিরে এসো, অসহনশীল অসভ্য সমাজে
দেখে যাও, সংগ্রামী, সাহসী মানুষের জন্য,
অসংখ্য মানুষের হৃদয়ভারি করা কান্না...
No comments:
Post a Comment