গহনা...
মানুষের নাম গহনা! ধুর ...
শুনেই ক্যামন ক্যামন লাগে...
শৈশবে ঐ নাম শুনে শুনে যৌবনে পা রাখি,
হিদয়ে বাসনা পুষি, দেখা হবে একদিন!
সেই একদিন আর আসেনি জীবনে;
গহনা অধরা, না দেখা নারী,
আকাশের নিলিমা দেখি, অপরূপ
রূপের সন্ধান করিনি কখনো,
গহনার অরূপ রূপের সন্ধান করেই
জীবন আমার আধা পার!
আকাশ ভেঙে জোছনা পড়ে
জোছনার জলে ভিজে ছোপ ছোপ
হিদয়ে উত্তাপ ছড়ায়,
উত্তাপ বাড়ে দেহ মনে,
ক্রিং ক্রিং ক্রিং...
- হ্যালো, মেঘ?
- হুম, কে বলছেন?
- আমি, আমি গহনা...
সেলফোন টা হাত থেকে পড়ে গিয়ে
দম হারালো...
ঘুম ভেঙে গেলে দেখি
রিয়েল গহনা আমার বুকে!
শুনেই ক্যামন ক্যামন লাগে...
শৈশবে ঐ নাম শুনে শুনে যৌবনে পা রাখি,
হিদয়ে বাসনা পুষি, দেখা হবে একদিন!
সেই একদিন আর আসেনি জীবনে;
গহনা অধরা, না দেখা নারী,
আকাশের নিলিমা দেখি, অপরূপ
রূপের সন্ধান করিনি কখনো,
গহনার অরূপ রূপের সন্ধান করেই
জীবন আমার আধা পার!
আকাশ ভেঙে জোছনা পড়ে
জোছনার জলে ভিজে ছোপ ছোপ
হিদয়ে উত্তাপ ছড়ায়,
উত্তাপ বাড়ে দেহ মনে,
ক্রিং ক্রিং ক্রিং...
- হ্যালো, মেঘ?
- হুম, কে বলছেন?
- আমি, আমি গহনা...
সেলফোন টা হাত থেকে পড়ে গিয়ে
দম হারালো...
ঘুম ভেঙে গেলে দেখি
রিয়েল গহনা আমার বুকে!
No comments:
Post a Comment