আমাদের বন্ধু ছিলো একজন
মাধু বল ত অনেকেই...
ওর আসল নাম মাধবীলতা...
আমি তারে মধুই বলতাম! কত কোমল করে
আমার নাম খানি ডাক ত মধু! আহা মধু...
কমলেশ ছিল মাটির মানুষ, আর হীরেশ?
কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ কলম যোদ্ধা
হতে চেয়েছিলো! কেবল প্রদীপ একা মানুষ হতে
চেয়েছিল! সবাই যা চেয়েছে পেয়েছে...
আমি সমুদ্র হতে চেয়েছিলাম; পারিনি
মাধবীলতা? নদী হতে চেয়েছিল...
মধু নদী হতে পারে নি! সে আজ কেবলই কবিতা
আমি ইচ্ছে হলে তাকে নদী বানাই!
ইচ্ছে হলে ওর নগ্ন কোমল হাত কবিতার হাতে রাখি
ভাবি, আমি সমুদ্র, আমি সাগর, আর মধু সেখানে
ঝাঁপ দেওয়া কুমারী নদী, ছুটে চলা প্রমত্তা নদী...
No comments:
Post a Comment