জোছনা ও জোনাকির গল্প
তোর জন্য জোনাকি আনতে গিয়ে
তোকেই হারিয়ে ফেলি!
জোনাকি এখন আমার হাতে
তুই কোথায় চলে গেলি?
(বন্ধু রে তুই বন্ধু থাকিস
নাইবা হলি আমার
কেমন আছি তোকে ছাড়া
এইটুকু কি ইচ্ছে হয় না জানার? )
জোছনা এখন কত দূরে
আমার নেই তো জানা ...
বল তো দেখি বন্ধু রে তুই
কেন আর কাছে থাকলি না?
(বন্ধু রে তুই বন্ধু থাকিস
নাইবা হলি আমার
কেমন আছি তোকে ছাড়া
এইটুকু কি ইচ্ছে হয় না জানার? )
সকাল বিকেল আগের মতই
থাকি তোর আসার প্রতীক্ষায়
বল তো দেখি হঠাৎ করেই
কেন তোর কোন খবর নাই?
(বন্ধু রে তুই বন্ধু থাকিস
নাইবা হলি আমার
কেমন আছি তোকে ছাড়া
এইটুকু কি ইচ্ছে হয় না জানার? )
তুই যে আমার বকুল ছিলি
আমার কান্না হাসি
বন্ধু থাকিস, না ভালোবাসিস
বাসতে দিস রাশি রাশি ...
(বন্ধু রে তুই বন্ধু থাকিস
নাইবা হলি আমার
কেমন আছি তোকে ছাড়া
এইটুকু কি ইচ্ছে হয় না জানার? )
জোছনা এখন হাতের মুঠোয়
তোকে বলাই হল না!
বল তো দেখি বন্ধু রে তুই
কেন আর কাছে থাকলি না?
(বন্ধু রে তুই বন্ধু থাকিস
নাইবা হলি আমার
কেমন আছি তোকে ছাড়া
এইটুকু কি ইচ্ছে হয় না জানার? )
জোছনা-জোনাকি হাতের মুঠোয়
হয়নি তোকে আর বলা!
বল তো দেখি তোকে ছাড়া
কেমন হয় আমার পথ চলা?
- Ode to a Friend
No comments:
Post a Comment