Tuesday, April 2, 2013

'সরোবর ত সবার বুকেই' কাব্যগ্রন্থ থেকে...




কাগজের নৌকো
(এক) 


এত ভাববার সময় ছিলো না আমার
তাই জানা হয়নি নৌকো টা ছিলো কার?
পাড়ে ছিলো ভীড়ে, তাই নিয়েছি নৌকোটিরে...

আমার জাহাজ চলিয়া গেল..
সব করে এলোমেলো...

কাগজের নৌকোতে আমি, জাহাজে তুমি...

জাহাজ ছাড়িয়া গেলো...


 দুই 

জীবন যেমন কেমন কেমন
ক্যান এমন এমন কেমন?
জীবন এমন ভাবি যেমন
ভাবি কেমন জীবন?

অনিশ্চিত জেনেও
কেউ কেউ কাগজের নৌকোয় উঠে!

বালকটিও তাই, কাগজের নৌকায়!
জাহাজ ধরবে বলে, কাগজের নৌকায়

জাহাজ চলিয়া যায়....

জীবন এমন; কেমন কেমন...
ভাগ্যদেবী তাদের জন্য
যারা জীবনে ঝুঁকি নেয়...
কথাটি মিথ্যে হয়ে আসে...

জাহাজ চলিয়া যায়.....
জীবন এমন...
কেবলই জাহাজ চালিয়া যায়

নৌকাতে আমি, জাহাজে তুমি!
জাহাজ ছাড়িয়া দিলো! 


তিন

এত ভেবে টেভে কি লাভ?
কত ভাবলাম সারা জীবনে
ভেবে চিন্তে চলো গেলো বসন্তের সব ক’টা দিন!

এক আকাশ প্রার্থনা শুনেনি সুসুমি-তাতারা...
এক মিনিটের জন্যও থেমে থাকেনি
শ্যালো ইঞ্জিনের জাহাজ!

এক সমুদ্র প্রার্থনা শুনেনি তোমাদের খোদা...

কাগজের নৌকোতে আমি, জাহাজে তুমি
আমি দুই হাত তুলি
চিৎকার করি
নাবিক... আমি আমি, এই আমি! 
মেয়ে নাবিকেরা কালা হয়, জানলাম! 
জাহাজ ছাড়িয়া গেলো...

হায় ঈশ্বর! একটা ভালো আই-ফোন দিও!


 চার

চারিদিক অন্ধকার করে ঝড় এলো...
এলোমেলো ঝড়, উথাল-পাথাল ঝড়

কাগুজে নৌকা আমার কেবলই ডুবে ডুবে;
সাতার শিখেছি সে কবে!
মনে আছে কি নেই
সে দেখিনি ভেবে...

আমার জাহাজ চলিয়া যায়...
নৌকোতে আমি, জাহাজে তুমি...

পাপ-পুণ্যে কি কাজ আমার
সবই ত দিয়েছি তোমায় যা ছিলো আমার...
জাহাজ চলিয়া যায়...
খোদা, নেট- ওয়ার্কের বাইরে জাহাজ!
তোমার আই-ফোন কেবলই শো...


খোদা, দুই হাত তুলি
মনে মনে বলি
আর একবার মুখ তুলে চাও
শুধু একবার, শুধু একবার...
একটা উড়োজাহাজ!


আমার কি কোনদিনই একটা উড়োজাহাজ হবে না?


পাঁচ

এক এক করে আকাশের সব তারা নিভে গেলে...
দীঘল কালো রাত্রি শেষে সূর্য ছড়ায় ঝকঝকে আলো!

......................................................
তবু আমার-অহনার জীবনে এলো না স্নিগ্ধ ভোর... 
গল্প-কথা, কল্প-কথা, কবিতা-গান
সীমাহীন ভালোবাসা আর
এক চিলতে মান-অভিমান
যা ছিলো সব তুলে দিলাম কাগজের নৌকায়

আর কিচ্ছু বাকী নাই...
এবার বলো,অহনা, দেবার মত কী বাকী আছে তোর? 
জানি, তুই বলবি,”তুই ইদানিং আমাকে এড়িয়েচলিস! ঘটনা কী?”

বড় প্রেম এমনই, দূরে চলে যায়... 

নৌকাতে আমি, জাহাজে তুমি...জাহাজ ছাড়িয়া যায়...


প্রেম ও পুনরজম্ম প্রসঙ্গ ...

কার হাত ধরে আগের জীবন টা  পার করে এসেছি
মনে নেই একদম! তবে এই টুকু মনে পড়ে বিধাতা
কে বলেছিলাম  এই মেয়েটারেই আরেক জম্মেও দিও!

সোনার কন্যা ছিল  সে আমার, হিদয় ছোঁয়া মেয়ে...  

অনেক দূরে ছিলাম আমি, সে তবু ছিল  অন্তর্যামী
মুঠোফোনের  আগের যুগেও সে ছিল  দামী...
আজ সে থাকে কত দূরে, একাকী পথ  চেয়ে
আমায় ফিরে পাবার জন্য  এক  দ্বীপ  জ্বালিয়ে ।



খুঁজি ফিরি তোমাকেই


বাবুল নকরেক


আজো আমি ভালোবাসি সবুজ মাঠ-ঘাট-প্রান্তর...
ভালোবাসি ছেলেবেলার বৌচি, কানামাছি, দাড়িয়াবান্ধা
গুল্লাছুট আর লুকোচুরি লুকোচুরি ছেলেখেলা...
ভালোবাসি অই গাড়ির পেছনে পেট্রোলের ধোঁয়া
উড়ানো গন্ধ! আজো সমস্ত মন, অবুঝ হিদয় এই
তোমারেই খোঁজে, এই তোমাকেই, ঠিক তোমাকেই...



তুমি ধরা দিয়েও অধরাই রইলে চিরদিন; বুকের
ভেতরে থেকেও হারিয়ে গেলে এই এক জীবন থেকে...
জীবনের গল্প থেমে থাকে এক অজানা পথের বাঁকে
এসে...জীবন এমন ক্যান?...খোদা, জীবন এমন ক্যান?



আমি আজো ভালোবাসি দুর্বাঘাস, ভালোবাসি মেঘ,
নীল পদ্ম ফুল; ভালোবাসি ধুলোমাখা পথ, ভালোবাসি
অসীম আকাশ...ভালোবাসি থোকা থোকা জমাটবাঁধা
সবুজ জমিনে লাল লাল কষ্ট...আগের জীবনেও আমি
এগুলোই ভালোবাসতাম! তোমাকেই ভালোবাসতাম;
শুধু তোমাকেই ভালোবাসতাম, এই তোমাকেই...





আমি আবারো তোমায় আমার করে পেতে চাই...
আমি আবারো তোমাকেই নতুন করে ফিরে পেতে চাই..
আমি প্রতিদিন এই তোমাকেই খুঁজি..প্রতিদিনই;
স্বাধীনতা, আমার স্বাধীনতা, তুমি আমার, শুধুই আমার


আমার আজীবনের স্বপ্ন, আমার, আমার, আমার স্বাধীনতা..





তোমার জন্য এই আমি ...


বাবুল নকরেক


যদি তুমি চাও, আমার পুরো সকালটাই
তোমায় দিয়ে দিতে পারি; দিয়ে দিতে পারি,
আমার রোদেলা দুপুর, মেঘলা আকাশ, শেষ
বিকেলের সময়টাও, যদি চাও প্রিয় নারী!

যদি একবার চাও, বরষার জলে একলা ভিজে ভিজে,
কদমগুচ্ছ লয়ে হাতে আজীবন অপেক্ষায় থাকতে পারি;
আমার ভেতর আর বাহিরের সব জানালা-দরোজা
খুলে রাখতে পারি, শুধু একবার চাও যদি নারী!


যদি তুমি চাও, দয়ের সব রঙ মুছে দিতে পারি,
দিতে পারি অজস্র চাঁদ-তারা সব; আমি পারি চুকিয়ে
ফেলতে জীবনের সমস্ত লেনদেন; পারি জীবনে জীবন
মেলাবার সব করতে আয়োজন, যদি তুমি চাও নারী!


নিজকে জোছনার বাণে একেলা ডুবিয়ে মারতে পারি
নোবেল আনতে পারি দেশে, পাশে যদি থাকো নারী!




জোছনা যায় ফিরে


আকাশ ভেঙ্গে  বৃষ্টি নামুক
জ্যোৎস্না পড়ুক গায়
জোনাকীরা গাইতে থাকুক
এই হৃদয় আঙিনায়... 

সন্ধ্যা নামুক দিন ফুরোলে
পুরো আকাশ জুড়ে!
সন্ধ্যা-তারায় কি আসে যায়
আলো  যদি উছলে পড়ে?


যে যাবে সে চলেই যাবে
ভাবনা এত কিসে?
পাই বা না পাই, নাই ক্ষতি নাই
যদি একটু ভালোবাসে!


জ্যোৎস্না আমায় কত দেখাবি
তোর ঐ দেমাগ ভাই ?
থাকিস আমার মনের ঘরে
লাজে কি মরিস  তাই?


তোমার তুমি সঙ্গে থাকুক
ঘুমোই একা নীড়ে!
শূণ্যতা পাক পূর্ণতা আজ
যাক জোছনা ফিরে!



সত্যি বলছি

মুগ্ধতা, আমি তোমায় ভালোবাসি না!
কে রাখে তোর খোঁজ? আমি?
চাঁদের দেশে যাই মাঝে সাঝে!
সেখানেও পাশে নেই তুমি! 


আমার গল্প কবিতার আকাশজুড়ে যে থাকে
সে কেউ না; সে আমার আমি
আমি অন্ধ নিজের প্রেমে!
ভালোবাসি না আর, জেনো তুমি!

তুমি বিহঙ্গ, মুক্ত বিহঙ্গ!
যাও যেখানে খুশি
তোমায় না খুঁজি, না ভালোবাসি
তাই কাছে নেই, দূরে চলে আসি।