Friday, August 16, 2013

একলা পাখি



বাসাটার কি পাখা ছিলো?
একা একা উড়ে গেলো ...

পাখি একা বসে থাকে
পাখা মেলা ভুলে শাখে! 

এসো যদি আবার

যাবে? যাও, যাও বহুদূর
আমি ছিলাম, আছি, থাকব
যেমন ছিলাম তুমি এখানে
আসার পূর্বেও; যাবে? যাও।


বন্ধু আমার, এসো যদি আবার
তোমাকে জোছনার কান্না - হাসি
জোনাকির সুখ- দুঃখ রাশি
আঙুলে ছুঁয়ে ছুঁয়ে দেখাবো।

যাবে? যাও। ফিরে যদি আসো
যদি বল তখনো ভালোবাসো,
এই আমি দিব্যি দিলাম
হাতখানি তোমার জন্য
               শূণ্য রেখে দেব, আজীবন!