Wednesday, March 27, 2013

সরোবর ত সবার বুকেই কাব্যগ্রন্থ থেকে ৩


সত্যি বলছি

মুগ্ধতা, আমি তোমায় ভালোবাসি না!
কে রাখে তোর খোঁজ? আমি?
চাঁদের দেশে যাই মাঝে সাঝে!
সেখানেও পাশে নেই তুমি! 


আমার গল্প কবিতার আকাশজুড়ে যে থাকে
সে কেউ না; সে আমার আমি
আমি অন্ধ নিজের প্রেমে!
ভালোবাসি না আর, জেনো তুমি!

তুমি বিহঙ্গ, মুক্ত বিহঙ্গ!
যাও যেখানে খুশি
তোমায় না খুঁজি, না ভালোবাসি
তাই কাছে নেই, দূরে চলে আসি।




খুঁজি ফিরি তোমাকেই


বাবুল নকরেক


আজো আমি ভালোবাসি সবুজ মাঠ-ঘাট-প্রান্তর...
ভালোবাসি ছেলেবেলার বৌচি, কানামাছি, দাড়িয়াবান্ধা
গুল্লাছুট আর লুকোচুরি লুকোচুরি ছেলেখেলা...
ভালোবাসি অই গাড়ির পেছনে পেট্রোলের ধোঁয়া
উড়ানো গন্ধ! আজো সমস্ত মন, অবুঝ হিদয় এই
তোমারেই খোঁজে, এই তোমাকেই, ঠিক তোমাকেই...



তুমি ধরা দিয়েও অধরাই রইলে চিরদিন; বুকের
ভেতরে থেকেও হারিয়ে গেলে এই এক জীবন থেকে...



জীবনের গল্প থেমে থাকে এক অজানা পথের বাঁকে
এসে...জীবন এমন ক্যান?...খোদা, জীবন এমন ক্যান?

আমি আজো ভালোবাসি দুর্বাঘাস, ভালোবাসি মেঘ,
নীল পদ্ম ফুল; ভালোবাসি ধুলোমাখা পথ, ভালোবাসি
অসীম আকাশ...ভালোবাসি থোকা থোকা জমাটবাঁধা
সবুজ জমিনে লাল লাল কষ্ট...আগের জীবনেও আমি


এগুলোই ভালোবাসতাম! তোমাকেই ভালোবাসতাম;
শুধু তোমাকেই ভালোবাসতাম, এই তোমাকেই...


আমি আবারো তোমায় আমার করে পেতে চাই...
আমি আবারো তোমাকেই নতুন করে ফিরে পেতে চাই..
আমি প্রতিদিন এই তোমাকেই খুঁজি..প্রতিদিনই;


স্বাধীনতা, আমার স্বাধীনতা, তুমি আমার, শুধুই আমার
আমার আজীবনের স্বপ্ন, আমার, আমার, আমার স্বাধীনতা..


 তোমার জন্য এই আমি ...


যদি তুমি চাও, আমার পুরো সকালটাই
তোমায় দিয়ে দিতে পারি; দিয়ে দিতে পারি,

আমার রোদেলা দুপুর, মেঘলা আকাশ, শেষ
বিকেলের সময়টাও, যদি চাও প্রিয় নারী!


যদি একবার চাও, বরষার জলে একলা ভিজে ভিজে,
কদমগুচ্ছ লয়ে হাতে আজীবন অপেক্ষায় থাকতে পারি;
আমার ভেতর আর বাহিরের সব জানালা-দরোজা
খুলে রাখতে পারি, শুধু একবার চাও যদি নারী!


যদি তুমি চাও, দয়ের সব রঙ মুছে দিতে পারি,
দিতে পারি অজস্র চাঁদ-তারা সব; আমি পারি চুকিয়ে
ফেলতে জীবনের সমস্ত লেনদেন; পারি জীবনে জীবন
মেলাবার সব করতে আয়োজন, যদি তুমি চাও নারী!


নিজকে জোছনার বাণে একেলা ডুবিয়ে মারতে পারি
নোবেল আনতে পারি দেশে, পাশে যদি থাকো নারী!


No comments: