Wednesday, March 27, 2013

সরোবর ত সবার বুকেই কাব্যগ্রন্থ থেকে ৪




জোছনা যায় ফিরে


আকাশ ভেঙ্গে  বৃষ্টি নামুক
জ্যোৎস্না পড়ুক গায়
জোনাকীরা গাইতে থাকুক
এই হৃদয় আঙিনায়... 

সন্ধ্যা নামুক দিন ফুরোলে
পুরো আকাশ জুড়ে!
সন্ধ্যা-তারায় কি আসে যায়
আলো  যদি উছলে পড়ে?


যে যাবে সে চলেই যাবে
ভাবনা এত কিসে?
পাই বা না পাই, নাই ক্ষতি নাই
যদি একটু ভালোবাসে!


জ্যোৎস্না আমায় কত দেখাবি
তোর ঐ দেমাগ ভাই ?
থাকিস আমার মনের ঘরে
লাজে কি মরিস  তাই?


তোমার তুমি সঙ্গে থাকুক
ঘুমোই একা নীড়ে!
শূণ্যতা পাক পূর্ণতা আজ
যাক জোছনা ফিরে!



No comments: