Wednesday, May 1, 2013

ইদানীং জীবন যেমন


ইদানীং জীবন যেমন

 বলো, জীবন আসলে কয়টা? 
এক টা? দুই টা? তিন টা?
ক্রমশঃ জটিল জীবন, জটিল মানুষের মন
জটিল শরীর, জটিল হিদয়।
জটিল হিসেব নিকেশ, বুঝি না! 

কাউকে মিস করছি? ফোন দিলেই পারি...
দিই না, দেওয়া হয় না, পাছে ভুল বুঝে!
কারো সান্নিধ্যে আসার ইচ্ছে খুব! 
তাও হয়ে উঠে না, কখনোই 
দূরত্ব খালি খালি বাড়ে? 
বুঝিয়ে আর বলা হয় না 

কত প্রশ্ন বুকে, মনে। চোখ ভরা প্রশ্ন, হিদয় ভরা প্রশ্ন
জিজ্ঞেস করাই হয় না তাকে...
কত অপছন্দের বিষয় থাকে, বলা হয়ে উঠে না
মুখ ফুটে! এই ধরো, তুমি কেনো আমার হল না!
বড়ই অপছন্দের একটা বিষয়! 

কত পছন্দের ভাগ থাকে, সময় কোথা?
তোমায় এগুলো বলবার? তুমিও ত পারো
'এ্যাই! তোমার কি পছন্দরে?'
একবার জিজ্ঞেস করার, করেই দেখো না একবার!
তা তো করবে না কোনদিন, বোকা মেয়ে!


কত কিছু প্রয়োজন, সব কিছু ত আর চাই না!
চাই তো শুধুই একটি মন! তাও চাওয়া হয় না...
চাওয়ার সময় পেলাম কোথায়?
চাইলেই যদি পাওয়া যেত এক সমুদ্র দুঃখ!
না হয় সেটাই চেয়ে নিতাম
তবুও যদি তোমায় পেতাম!

ভালোবাসি ত একজনকেই! 
বলা হয় নাচুল কেবলই পাঁকে! 
শালা, কি বেয়াদপ চুলটাও!

জীবন কি একটাই?
সত্যিই কি জীবন একটাই? 
জীবন কেন একটাই?
জীবন একটাই, সত্যি সত্যি আর মিথ্যে মিথ্যে
তাই তোমাকে সব খুলে বলতে বলতে চাই
শুনবে কি একটা কথা আমার? 
দেবে কি সময় একবার
মুখোমুখি বসবার, প্রাণভরে একবার
ভালোবাসি তোমাকেই, বলবার?

শ্বেতহস্তি আই ফোনে লাফিয়ে লাফিয়ে কেবলই
বিল বাড়ে! তোমাকে দেয়া হয় না তবুও একটা ফোন!
শোনানো হয় না অনেক যত্নে তুলে রাখা একটি কবিতা

অহনা, ভা লো বা সি শুধু তোমাকেই ...

তুমি কি বুঝো? তুমি বুঝো আমার মাথা...

হে খোদা, এই মেয়েকে জ্ঞান দাও
নয় ত, পুলিশের অথবা তেলেপোকার তাড়া খাওয়াও একদিন ...

No comments: