Thursday, May 2, 2013

Rally, Rally, Rally, Rally......


17 April 2013

আজ বাংলাদেশের এক পণ্ডিত বন্ধুর সাথে একটু তর্ক হল একটা শব্দ নিয়ে। তার মতে বৈশাখী আনন্দ প্রকাশের জন্য যে দীর্ঘ পদযাত্রা করে হাজারো মানুষ সে ক্ষেত্রে 'র‍্যালি' শব্দ টা এপ্রোপ্রিয়েট এন্ড শুনতে ভালো শোনায়! আর আমি বলছি এখানে 'র‍্যালি' শব্দের ব্যবহার ঠিক নয় মোটেই। বরং বলা উচিত 'শোভাযাত্রা'!

তাকে বাংলা ইংরেজি অভিধান ঘেঁটে দেখতে বললাম। বললাম, তুমি বাংলা একাডেমি'র অভিধান, লংম্যান/ অক্সফোর্ড ডিকশনরী দেখো! সে দেখে বলল, ডিকশোনারীও ভুল করতে পারে; আমার কাছে র‍্যালিটাই জোশ লাগে!' সে  বুঝতেই চাইল না শুনতে ভাল শোনাইলেই আমরা ভুল শব্দ ভুল জায়গায় ব্যবহার করতে পারি না। তার কথা হল, 'টিভি'র রিপোর্টার আর পত্রিকার রিপোর্টার গণ বলছেন, সেটাই ঠিক!'

আমাকে আরো উপদেশ দিয়ে বলল, 'লেটেস্ট শব্দ ও তার প্রয়োগ শিখতে গেলে ইলেক্ট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়াটাই ফলো করবি, বুঝলি?'

হাহাহাহা... বন্ধু আমার ভুলেই গেছে, এই অধমটাও প্রিন্ট মিডিয়ার মানুষ!

আসলেই তাকে দোষ দিয়ে কি লাভ! বাংলাদেশের প্রায় সব টিভি চ্যানেল আর প্রিন্ট মিডিয়া Rally শব্দটা খুব বেশি ব্যবহার করছে ইদানিং এবং তা খুবই ভুল ভাবে!

রিপোর্টার বন্ধুগণ যে জানেন না তা আমি মনে করি না! হয় তো অসাবধানতা বশত এই ভুল করছেন।

আমাদের এই ভুল সংশোধন করা উচিৎ! যে দেশের মানুষ ভাষার জন্য জীবন দেয় সে দেশের মানুষ কেন 'শোভাযাত্রা' না বলে Rally বলেন? কিংবা মিছিল না বলে র‍্যালি বলবেন?

'শোভাযাত্রা' শব্দ টা কি শুনতে বেটার শোনায় না? মিছিল শব্দ টা ভালো শোনায় না?

কিছু হলেই 'শোক র‍্যালি' 'আনন্দ র‍্যালি' আরো কত কি বলছি আমরা। আসলে কি আমরা ঠিক বলছি? ঠিক শব্দ ঠিক জায়গায় ব্যবহার করতে পারাটাও একটা শিল্প, তাই না? 'শোক শোভাযাত্রা' 'আনন্দ শোভাযাত্রা' বললে কি অসুবিধা?

বাংলায় এত সুন্দর সুন্দর সব শব্দ 'শোভাযাত্রা', 'মিছিল' আছে। কিন্তু আমরা বলছি এবং লিখছি র‍্যালি! আমি মনে করি এখানে 'র‍্যালি' শব্দটাই ভুল। 

ইংরেজি শব্দ যদি ব্যবহার করতেই চাই তবে সেটা বলা উচিৎ “Procession”। অথবা শোভাযাত্রা বা মিছিল।

Rally মানে হল, 'A large public meeting usually for a political purpose'
(র‍্যালি মানে হল, বিশাল জনসভা যা সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়)

আর ...

Procession মানে, 'A line of people or vehicles moving slowly as part of a ceremony.'
(Procession মানে হল  মানুষের বা গাড়ির একটি সারি কোন অনুষ্ঠান বা আচারের অংশ বিশেষ) 

এবার ভেবে বলি, আমরা কি ঠিক বলছি? ঠিক লিখছি? ভুল ব্যবহার করে থাকলে কি আমাদের শুদ্ধ করে নেওয়া উচিত না?

আসুন একটু খেয়াল রাখি। আর আমাদের ছেলে-মেয়েদের ভুল শেখানো থেকে বিরত থাকি...

(কেউ কেউ আবার মাস্টারি করার স্বভাব এখনো গেল না মনে করতে পারেন। কিন্তু ঢেঁকি ত!)

No comments: