Saturday, May 4, 2013

ইজাজের জন্য এলিজি


ইজাজের জন্য এলিজি



by Babul Nokrek (Notes) on Sunday, May 5, 2013 at 4:19am

কত কত মানুষ আসে, কত শত মানুষ যায়
এই পৃথিবীতে, এই সবুজ শ্যামলের বাংলায়
ইজাজের মত মানুষ কম, খুব কম দেখা যায়!
ইজাজ, ইজাজ, ইজাজ, ইজাজ তুমি মরো নাই।

ইজাজ মরে নাই, ইজাজ মরবে না, ইজাজ থাকবে
ইজাজ আমাদের সংগ্রামে, ইজাজ আমাদের চেতনায়;
এজাজের মুখে আমি এখনো একাত্তুর দেখি
তাঁর শাহানার পাশে দাড়ানোতে আমি একুশ দেখি!

কত সাভার এক সময় ঢাকা পড়ে যায়
টকশো, গান, গল্প, উপন্যাস আর কবিতায়;
তবু ইজাজের মত দামাল ছেলেরা থেকে যায়
আমাদের বেঁচে থাকার জন্য সংগ্রামে
লড়াইয়ে, যুদ্ধে অনন্ত প্রেরণা হয়ে

ইজাজ, তোমার মৃত্যু নাই। তুমি ঘুমাও


তুমি কি ভাবো? আমরা মরে গেছি?
ইজাজ, যে শাহানাকে বাঁচাতে গিয়ে
তোর শরীরের সব টুকু পুড়ে গেলো
সে শরীর টা খোদা তালার বিশেষ দান
সে শরীর যে দেশের মাটি ধারণ করবে
সে মা, মাটি সারা পৃথিবীর জন্যই পূন্যভূমি।

যে মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে গিয়ে
তোমাকে যেতে হল সিঙ্গাপুরের কোন এক হাসপাতালে
সে হাস্পাতাল ধন্য হয়ে গেছে নিশ্চয়ই তোমার কীর্তি শোনে
জানি, দেশের কোন রাজনীতিবিদ তোমার জন্য কাদবে না
তোমাকে বীরের বেশে তোমার শেষ প্রাপ্যটাও দেবে না কেঊ!
এই ত আমরা দিচ্ছি, তুমি একাত্তুরের যোদ্ধা
আমাদের স্বাধীনতায় ইজাজ, আমাদের চেতনায় ইজাজ
ইজাজ, তুমি প্রমাণ করলে মানুষ মানুষের জন্য...

ইজাজ, তোমার মৃত্যু নাই




খবরঃ সাভার দুর্ঘটনায় শাহানাকে উদ্ধার করতে গিয়ে  উদ্ধারকর্মী ইজাজুদ্দিন
কায়কোবাদ সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় স্থানীয় সময় রাত ১২ টা ৪৫ মিনিটে আমাদের ছেড়ে চলে গেলেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শাহানাকে বাঁচাতে গিয়ে ইজাজ অগ্নিদগ্ধ হন। শরীরের ৬০ ভাগ বেশি পুড়ে যায় তাঁর। আরেকজনকে তার সন্তানের
কাছে ফিরিয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন নিজের স্ত্রী সন্তানের কাছ থেকে।


স্যালুট তোমার জন্য।

No comments: