প্রিয় আদিবাসী মেয়ে
প্রিয় আদিবাসী মেয়ে
জন্মই তো হয়েছিল কষ্টের জন্য
কপালে আছে তাই এত কষ্ট,
লেখা ছিলো, তাই হবে নষ্ট!
আধুনিকতার উচ্ছৃঙ্খল থাবা গায়ে পড়েনি
তাই তুমি আজো বন্য!
প্রিয় আদিবাসী মেয়ে
জীবনতো পাখি নয়, কাটবে নেচে গেয়ে
থাকবেই তো কষ্ট, জীবন যখন;
তাই হবে কেন নষ্ট? জীবনভারে পড়বে কেন এত সহজে নুইয়ে?
রাইসংফা তোমার সাথে প্রতারণা করেছে?
তুমি তো তা করোনি, ভুল হয়নি তোমার,
তোমারও তো সমাজে ষোলআনা প্রতিষ্ঠা পাওয়ার আছে অধিকার,
ভুল সিদ্ধান্ত কেন নাও মিছে?
প্রিয় আদিবাসী মেয়ে
ইদানিং তুমি প্রেম করছো বেশি বেশি;
তোমার ভাইদের আবাদি জমির ভাগ দিচ্ছ আটআনা?
প্রতিবেশী ভাইয়েরা এখনও তা জানে না
তোমার প্রেম যেন হয় অবিনাশী।
No comments:
Post a Comment